Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২ জুন ফিরছে লা লিগা!

করোনা থেকে নজর ফেরাতে ফুটবল চান রামোস ০ তাড়াহুড়োর পক্ষে নন পিকে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ১২:০৩ এএম

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে মার্চের মাঝামাঝি থেকে স্থগিত রয়েছে স্প্যানিশ লা লিগা। অবশেষে প্রায় তিন মাস পর লা লিগার মাঠে ফেরার সম্ভাবনা জেগেছে স্পেনের শীর্ষ ফুটবল প্রতিযোগিতাটি। আগামী ১২ জুন লিগ পুনরায় শুরুর আভাস দিয়েছেন প্রতিযোগিতাটির প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। এমনটা জেনেছেন খেলোয়াড়রাও। তবে তাড়াহুড়ো করে এতো দ্রুত মাঠে খেলা গড়ানোর পক্ষে নন বার্সেলোনার অন্যতম সেরা খেলোয়াড় জেরার্দ পিকে। কিন্তু করোনাভাইরাস থেকে নজর ফেরাতে ফুটবল ফেরানোর এখনই মোক্ষম সময় বলে মত চিরপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামেসের!""
২০১৯-২০ মৌসুম পুনরায় শুরুর লক্ষ্যে খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা শেষে শুক্রবার থেকে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করে বার্সেলোনাসহ বেশ কয়েকটি ক্লাব। রিয়াল মাদ্রিদ ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেছে সোমবার। আগামী শনিবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপের আরেক শীর্ষ লিগ জার্মানির বুন্দেসলিগা।
স্প্যানিশ টিভি নেটওয়ার্ক মুভিস্টারকে গতকাল দেওয়া সাক্ষাৎকারে বন্ধ হয়ে থাকা মৌসুম নিয়ে পরিকল্পনার কথা জানান তেবাস, ‘আগামী ১২ জুন আবারও শুরু করতে চাই। তবে আমাদের সতর্ক থাকতে হবে... আমাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় মনোযোগ দিতে হবে।’ সব ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ম্যাচগুলো সম্প্রচারের জন্য ‘অভিনব কিছু ধারণা’ নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান তেবাস। সূচি এমনভাবে করা হবে যেন সব দিন খেলা থাকে।
এদিকে, দেশটির শীর্ষ দুই লিগের মোট পাঁচ জন ফুটবলারের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। রোববার লা লিগার দেওয়া বিবৃতিতে আক্রান্ত কারো নাম জানানো হয়নি। সবাইকে স্বেচ্ছা আইসোলেশনে থাকতে বলা হয়েছে। এছাড়া আরও তিন স্টাফের আক্রান্তের খবর দিয়েছেন তেবাস। তবে আক্রান্তের সংখ্যা ধারণার চেয়ে অনেক কম বলে মনে করেন তিনি। আর প্রস্তুতির সব নিয়ম মেনে খেলা শুরু হলে নতুন করে আক্রান্ত হওয়ার তেমন শঙ্কা থাকবে না বলে ধারণা তেবাসের।
এর মধ্যেই ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেছে স্প্যানিশ ক্লাবগুলো। অনুশীলন করলেও এখনই প্রতিযোগিতামূলক ফুটবল চান না পিকে। আরও কিছু দিন অপেক্ষা করার কথাই বলছেন তিনি। সম্প্রতি মোভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে বলেছেন, ‘আমি বুঝতে পারছি লা লিগা মৌসুমটি শেষ করতে ইচ্ছুক কারণ এখানে অনেক অংশীদার রয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় যদি শিরোপা জিতি তাহলে সেটা হবে কুৎসিত। আমি হ্যাভিয়ারের মুখে শুনেছি যে ১২ জুন থেকে ফের খেলা শুরু হচ্ছে... আমরা অনেক সময় সব কিছু থেকে বিরত থেমেছি এবং আমাদের মনে রাখতে হবে আমাদের ইনজুরি ঝুঁকি এড়িয়ে যেতে হবে। যদি আমি কোন মতামত দিতে পারতাম তাহলে বলব যে, আর কিছু দিন অপেক্ষা করলে খুব ক্ষতি হবে না।’
জটিলতা এখনও কাটেনি। স্পেনে নতুন করে ৫ জন ফুটবলার আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। তবে এ ভাইরাস থেকে নজর ঘোরাতে ও আর্থিক ভারসাম্য রক্ষার্থে ফুটবল আবারও মাঠে চান রামোস। ফুটবলই করোনাভাইরাসের প্রভাব মুক্ত করার অন্যতম উপায় জানিয়ে সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যমে রিয়াল অধিনায়ক বলেছেন, ‘সবকিছু ঠিক হতে সময় লাগবে। তবে আর্থিক সমর্থন ও সবার নজর (করোনা থেকে) ঘোরানোর জন্য দেশে ফুটবল প্রয়োজন। আমি আবার প্রতিযোগিতায় নামতে মুখিয়ে আছি। লা লিগা আবার স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছি। তবে এই ভাইরাসকে হারাতে হলে আমাদের নিয়ন্ত্রিত হতে হবে।’
১২ জুন লা লিগা শুরু হওয়ার কথা শোনা গেলেও এ নিয়ে ধোঁয়াশাও রয়েছে। রামোসের বিশ্বাস শেষ পর্যন্ত ঠিকই মাঠে গড়াবে ফুটবল। সেক্ষেত্রে তাদের একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। বর্তমানে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছে তাদের দল, ‘আমি জানি স‚চি সঠিক সময়েই হবে। দর্শকশূন্য মাঠে খেলা হবে। ফলে এখনই অগ্রিম ভেবে নেওয়া ঠিক হবে না। তবে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ